Enzime T Cone Bn

প্রিটিটমেন্ট

English

১। ডিসাইজিং (Desizing) :
যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বুননকৃত কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ দূর করা হয় এবং কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা যায় , তাকে ডিসাইজিং বলে।

২। ডিসাইজিং এর প্রয়োজনীয়তা :
*কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ দূর করার জন্য।
*কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য।
*পরবর্তী স্কাওয়ারিং(Scouring) , ব্লিচিং প্রক্রিয়ার জন্য কাপড়কে উপযোগী করে তোলে।
*পরবর্তী কেমিক্যাল প্রসেস গুলোর সময়, শ্রম ও কেমিক্যাল সাশ্রয়ে সহায়তা করে।
*অনাকাঙ্খিত বিজারণ পদার্থকে বাধা প্রদান করে।
*কেমিক্যাল এর প্রতি কাপড়ের শোষণ আসক্তি (Absorption affinity) বৃদ্ধিতে সহায়তা করা।
*ডাইং, প্রিন্টিং প্রসেস কাপড়ের চাকচিক্যতা বৃদ্ধিতে সহাযতা করে।

৩। ডিসাইজিং রেসিপি :
এনজাইম ডিসাইজিং এর রেসিপি :

Enzme T Cone 1-5gm/liter (কাপড়ের ওজন অনুপাতে )
Detergent-D100 0.2-0.5cc/liter (পানির অনুপাতে পূর্বে গুলানো Stock থেকে)
সময় ৩০ মিনিট - ৩ ঘন্টা ( শক্তিশালী দ্রবনের ক্ষেত্রে )
তাপমাত্রা ৫০°c
PH ৬-৭.৫

৪। ওয়াশিং

I. গরম ওয়াশ II. অল্প গরম ওয়াশ III. Scouring

Important Hints:
The above information and the conclasion obiained is based on our current Knowledge and experience, users should be according to the practical application of different conditions and occasions to determine the optimal dosage and process

No comments:

Post a Comment